দেশ

শিবসেনার পর বিজেপি-সঙ্গ ত্যাগ করল সবচেয়ে পুরনো সঙ্গী শিরোমণি অকালি দল

টিডিএন বাংলা ডেস্ক: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পরেই পুরনো বন্ধু শিবসেনা সঙ্গ ছেড়েছিল। এবার বিজেপির বন্ধুত্ব ত্যাগ করল শিরোমণি অকালি দল। এই ঘটনা দেশের রাজনৈতিক ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। এতদিন বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে বিরোধীরা। কিন্তু শরিকদের মধ্যেও এখন ক্ষোভ বাড়ছে।

বিতর্কিত কৃষি বিলের বিরোধিতা করে ক’দিন আগেই কেন্দ্রে মন্ত্রিত্ব ছেড়েছিলেন অকালি দলের মন্ত্রী হরসিমরত কউর বাদল। অবশেষে বন্ধুত্ব ত্যাগ করেছে অকালী দল। এদিকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী কংগ্রেসের অমরেন্দ্র সিংহ বলেন, ‘‘বিজেপি বড় কর্পোরেট হাউসের সঙ্গে হাত মিলিয়ে পঞ্জাবের কৃষকদের বঞ্চিত করছে। অকালি দল কিসের স্বার্থে এখনও সেই সরকারের শরিক হয়ে আছে?’’ এর কয়েক ঘণ্টা পরেই দলের কোর কমিটির বৈঠক সেরে অকালি দলের সভাপতি সুখবীর সিংহ বাদল জানিয়ে দেন, দলের সর্বসম্মত সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁরা এনডিএ জোট ছাড়ছেন।
এদিকে বিলের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। একাধিক জায়গায়,অবস্থান আন্দোলন চলছে।

Related Articles

Back to top button
error: