দেশ

বিতর্কিত কৃষি বিলের বিরোধিতায় এনডিএর সঙ্গে জোট ভাঙলো পাঞ্জাবের শিরোমণি অকালি দল

টিডিএন বাংলা ডেস্ক: বিতর্কিত ত্রয়ী কৃষি বিল নিয়ে তৈরি হওয়া মত বিরোধিতায় শেষ পর্যন্ত বিজেপির সবথেকে পুরনো মিত্র তথা পাঞ্জাবের শিরোমণি অকালি দল জোট ভাঙলো শাসকদল এনডিএর সঙ্গে। শনিবার দলের একটি কোর কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ প্রসঙ্গে, একটি টুইট করে শিরোমনি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল লিখেছেন,”শিরোমণি আকালী দলের মূল কমিটি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ থেকে সরে যাওয়ার সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে কারণ, এমএসপিতে ফসলের নিশ্চিত বিপণন রক্ষা করার জন্য বিধিবদ্ধ আইনী গ্যারান্টি দিতে কেন্দ্রের একগুঁয়েমিভাবে অস্বীকার এবং পাঞ্জাবি এবং শীত ইস্যুতে লাগাতার অসংবেদনশীলতা।”

এর আগে, শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল বলেছিলেন, প্রথমদিকে এই বিলের সমর্থন দলের পক্ষ থেকে করা হলেও পরে এই বিলের বিভিন্ন দিক গুলি বিচার করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এই বিলে স্বাক্ষর না করে কৃষকদের পাশে দাঁড়ানোর অনুরোধ করা হয়েছে। এমনকি এ প্রসঙ্গে শাসক দলের সঙ্গে তাঁদের সম্পর্কের কথাও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।

পাঞ্জাবের একটা বড় অংশের কৃষকদের সমর্থনের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে এই শিরোমণি অকালি দল। জানা গেছে, মূলত এমএসপি নিয়ে অর্থাৎ ন্যূনতম মূল্য সমর্থনের প্রশ্নে কৃষকদের মধ্যে তৈরি হওয়া বিরোধিতার জেরে এবং কৃষি বাজার এর পরিবর্তে পুঁজিপতিদের আগমনের প্রসঙ্গে কৃষকদের উদ্বেগ ও আশঙ্কার ওপর ভিত্তি করে শিরোমনি অকালি দলের পক্ষ থেকে এই বিলের বিরোধিতা করা হয়।

Related Articles

Back to top button
error: