রাজ্য

সামান্য বিবাদের জেরে পৌঢ়কে রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: সামান্য বিবাদের কারণে প্রৌঢ়কে লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার ছোট মোহনপুর গ্রামে। ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সন্তোষ রবিদাস সহ তিনজনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। এদিন সকালে ছোট মোহনপুর গ্রামের বাসিন্দা পুতুল রবিদাসের(৬০) ছেলে বিশ্ব রবিদাস(১৮) রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ওপর থুতু ফেলে। এই নিয়ে বিশ্ব রবিদাসের সাথে বিবাদ বেঁধে যায় ওই গ্রামের বাসিন্দা পেশায় সিভিক ভলেন্টিয়ার সন্তোষ রবিদাসের। অভিযোগ, সেই সময় সন্তোষ রবিদাস ও তার দুই সঙ্গী অচিন্ত্য রবিদাস ও অজয় রবিদাস বিশ্বকে মারধর আরম্ভ করে। খবর পেয়ে ছেলেকে বাঁচাতে জান পুতুল রবিদাস। সেই সময় লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় পুতুল রবিদাসের। এমনকি পরে বাড়িতে চড়াও হয়ে ও অন্যান্য সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। পুতুল রবিদাস ও বিশ্ব রবিদাস মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে ইংরেজবাজার থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Back to top button
error: