মাস্ক ছাড়া ট্রেনে চড়লেই জরিমানা ২০০
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: এবার থেকে মাস্ক ছাড়া ট্রেনে চড়লেই যাত্রীকে দিতে হবে ২০০ টাকা জরিমানা! তবে আপাতত মুম্বাইয়ে। করোনা সংক্রমন রুখতে রেল কর্তৃপক্ষ এমনই কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে। আবার জরিমানা দিতে না পারলে আরও কঠিন শাস্তির দাওয়ায় রাখা হয়েছে। নিয়মভঙ্গকারীকে দিয়ে রাস্তা ঝাঁট দেওয়াবে রেল পুলিশ৷ আগামী সপ্তাহের মধ্যে এই নিয়ম চালু করার পথে হাঁটতে চলেছে মুম্বাই ডিভিশনের রেল কর্তৃপক্ষ। এর আগেই অবশ্য মুম্বাই পুরসভা এমন কঠোর সিদ্ধান্ত কার্যকর করেছে। পুর এলাকায় মাস্ক না পরে কেউ রাস্তায় বেরোলেই জরিমানা করা হচ্ছে ৷ জরিমানার টাকা দিতে না পারলে তাদের দিয়ে সামাজিক কাজ করানো হচ্ছে৷ এবার ট্রেনে চড়ার ক্ষেত্রেও একই নিয়ম জারি হতে চলেছে। আগামী সপ্তাহের শুরু থেকে তা যেন নিশ্চিত করা যায় তার জন্য জিআরপিকে চিঠিও দিয়েছে মহারাষ্ট্র প্রশাসন৷