দেশ

মধ্যপ্রদেশ উপনির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনথের ‘তারকা প্রচারক’-এর মর্যাদা প্রত্যাহার করল কমিশন; ‘অসাংবিধানিক’ বলে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস

টিডিএন বাংলা ডেস্ক: মধ্যপ্রদেশের বিধানসভা উপনির্বাচনের আগে বড়সর ধাক্কা খেল কংগ্রেস। শুক্রবার একটি আদেশ জারি করে বারংবার মডেল আচরণবিধি ও নির্দিষ্ট উপদেশ সূচি মেনে না চলার জন্য মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের তারকা প্রচারকের মর্যাদা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে এই সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কংগ্রেস।

শুক্রবার নির্বাচন কমিশনের জারি করা ওই নির্দেশে কমলনাথের বিরুদ্ধে মডেল আচরণবিধি ও নির্দিষ্ট উপদেশ সূচি মেনে না চলার অভিযোগের পাশাপশি সম্প্রতি এক মহিলা প্রার্থীকে ‘আইটেম’ বলে কটাক্ষ করার বিষয়টিও উল্লেখ করে বলা হয়েছে, একজন মহিলার সম্পর্কে এধরনের শব্দ প্রয়োগ করে কমলনাথ নির্বাচন কমিশনের আচরণবিধি উলঙ্ঘন করেছেন। এই বিষয়ে কমিশনের পক্ষ থেকে তীব্র আসঅন্তশ প্রকাশ করে জানানো হয়েছে একজন রাজনৈতিক দলনেতা হিসাবে কমলনাথের উপনির্বাচনে প্রচারে এবাবে একজন মহিলার উদ্দেশ্যে আইটেম শব্দ ব্যবহার করা অনৈতিক এবং অসম্মানজনক আচরণ। এই সমস্ত কারণে কমলনাথকে তারকা প্রচারক হিসাবে নির্বাচনী প্রচার করার অনুমতি দেবেনা কমিশন। এরপরেও যদি নির্বাচনী প্রচার করেন কমলনাথ তাহলে যে প্রার্থীর কেন্দ্রে কমোলনথ প্রচারে যাবেন সেখানকার দলীয় প্রার্থীকেই তাঁর ঘোরাফেরা সংক্রান্ত যাবতীয় খরচ বহন করতে হবে।

প্রসঙ্গত, ৩ নভেম্বর হতে চলা মধ্যপ্রদেশ উপনির্বাচনের প্রচারে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের দাবরা টাউনের এক জনসভায় বিজেপি প্রার্থী ইমরতী দেবীকে আইটেম বলে কটাক্ষ করেন। এর পাশাপাশি রকের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে ‘মাফিয়া’ এবং ‘মিলাবটকার’ শব্দ দুটি ব্যবহার করেন কমলনাথ। এই পুরো বিষয়টিকেই সুনজরে দেখেনি নির্বাচন কমিশন। শুক্রবারের ওই আদেশনামায় আরো বলা হয়েছে ভোটপ্রচারে যাতে প্রার্থীরা পরস্পরের প্রতি নীতিনিষ্ঠ, সম্মানজনক আচরণ করেন, ভারসাম্য বজায় থাকে, সেজন্য  রাজনৈতিক দলগুলির ঐকমত্যের ভিত্তিতেই বহু দশক ধরে ধীরে ধীরে নির্দিষ্ট আচরণবিধি তৈরি করা হয়েছে। এধরনের শব্দবন্ধ ব্যবহার করে কমলনাথ নির্বাচনের এই সুনির্দিষ্ট আচরণবিধি ভঙ্গ করেছেন।

Related Articles

Back to top button
error: