দেশ

ফ্রান্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইসলামী দেশগুলিকে আহ্বান করেছেন ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলুমের মৌলানা মুফতি আবুল কাসেম নোমানি

টিডিএন বাংলা ডেস্ক: এবার ফ্রান্সের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার জন্য ইসলামী দেশগুলিকে আহ্বান করলেন উত্তরপ্রদেশের দেওবন্দের ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলুমের মৌলানা মুফতি আবুল কাসেম নোমানি। ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যের তীব্র সমালোচনা করে নোমানি বলেন, ইসলামী দেশগুলির শাসকদের দায়িত্ব ফ্রান্সের বিরুদ্ধে জোরদার কৌশল স্থির করা। আন্তর্জাতিক মঞ্চেও এই বিষয়ে আলোচনা হওয়া উচিত। তিনি আরো বলেন, ফরাসি সরকারের বিরুদ্ধ কূটনৈতিক এবং বানিজ্যিক স্তরে কড়া প্রতিবাদ জানানো  উচিত অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন, আরব লিগ ও অন্য মুসলিম দেশগুলির। এ প্রসঙ্গে ভারতের সবধর্ম সমন্বয়ের প্রসঙ্গ উল্লেখ করে নোমানি বলেন, ভারত বৈচিত্রের মধ্যে ঐক্যের এক অনবদ্য উদাহরণ। এখানে সব ধর্মই সমান মর্যাদা পায়।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বিরুদ্ধে মুম্বই এবং মধ্যপ্রদেশেও মানুষের মধ্যে ক্ষোভ দেখা গেছে। মুম্বই পুলিশ জানিয়েছে, ভেন্দি বাজার এলাকায় রাস্তায় ম্যাক্রোঁর ছবি, পোস্টার মাড়িয়ে যায় সাধারণ মানুষ। এমনকি তারওপর দিয়ে গাড়ির চাকাও চালানো হয়। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি অবাধ বাক স্বাধীনতার ওপর ক্লাস করানোর সময় মহম্মদ স. নিয়ে একটি কার্টুনচিত্র দেখান স্যামুয়েল পেটি নামে শিক্ষক। এর প্রতিবাদে ওই শিক্ষককে আব্দুল্লাহ আনজোরোভ নামে এক ব্যক্তি গত ১৬ই অক্টোবর প্যারিসের এক শহরতলির স্কুলের বাইরে গলা কেটে নৃশংসভাবে খুন করে। এই ঘটনার নিন্দা করে পাল্টা কট্টরপন্থী ইসলাম মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আইন প্রণয়নের নিদান দেন। পাশাপাশি ব্যঙ্গ চিত্রের পক্ষেই সম্মতি দেন। এদিকে এ ধরনের চিত্রণ বা অংকন ইসলামে নিষিদ্ধ হওয়ায় ফরাসি প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত মুসলিম ভাবাবেগে আঘাত করেছে। যার ফলশ্রুতি হিসেবে গোটা বিশ্ব জুড়ে মুসলিম সমাজের মানুষেরা ফরাসি বস্তু বয়কটের ডাক দিয়েছেন। এমনকি, কট্টর ইসলামের বিরুদ্ধে ফ্রান্সের সরকারের কঠোর অবস্থান নিয়ে চলতে থাকা বিক্ষোভের মাঝেই তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান ফরাসী পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন। এছাড়া কুয়েত, জর্ডন, বাংলাদেশ সহ একাধিক জায়গায় ক্ষোভে ফেটে পড়েছেন মুসলিম ধর্মাবলম্বীরা।

ফ্রান্সের এই ঘটনার তীব্র প্রতিবাদ করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে মুসলিমদের ফরাসী পণ্য বর্জনের করার আবেদন করা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বিশ্বনবীর সম্মান রক্ষা করা আমাদের গভীর এবং আন্তরিক দায়িত্ব। তার সম্মানে কোন ধরনের হানি সহ্য করা হবে না। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের শচীন তথা সোশ্যাল মিডিয়া ডেস্কের দায়িত্বপ্রাপ্ত মাওলানা মুহাম্মদ উমরেন মাহফুজ রহমানি বলেন আল্লাহর রাসূল মুহাম্মদ স. আমাদের সন্তান, মাতা, পিতা এবং আমাদের জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তার পাক চরিত্রের সম্পর্কে কোন ধরনের অপশব্দ সহ্য করা হবে না।

Related Articles

Back to top button
error: