Highlightদেশ

তিহার জেলে বন্দি ও জেল কর্মীদের মধ্যে হাতাহাতি, আহত ২৩

টিডিএন বাংলা ডেস্ক: বুধবার তিহার জেলে বন্দি এবং জেল কর্মীদের মধ্যে সংঘর্ষে ১৬ জন বন্দী এবং ৭ জন জেল কর্মী আহত হয়েছেন। শুক্রবার এই ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছে দিল্লি প্রিজন ডিপার্টমেন্ট। কর্মকর্তারা বলেন, বুধবার নিয়মিত তল্লাশি চলাকালীন, কিছু বন্দী কারাগারের কর্মকর্তাদের দলকে প্রথমে বাধা দেয় পরে গালিগালাজ করে। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

বন্দীরা নিজেই দেয়ালে মাথা ঠুকতে থাকে এবং ধারালো জিনিস দিয়ে নিজেদের আহত করে। এই ঘটনায় ১৬ বন্দি আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কেউ গুরুতর আহত হয়নি।

Related Articles

Back to top button
error: