HighlightNewsদেশ

মেঘভাঙ্গা বৃষ্টি, বিধ্বস্ত দেবভূম

টিডিএন বাংলা ডেস্ক : টানা তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। বৃষ্টি ও ধসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ জনের। যাদের বেশিরভাগই নৈনিতালের। নিখোঁজ বহু মানুষ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও শিক্ষামন্ত্রী ধনসিং রাওয়াত। রাজ্যের মানুষের সুরক্ষা কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পর্যটকদের হট ডেস্টিনেশন নৈনিতাল। আর সেই নৈনিতালই রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন। আটকে বহু পর্যটক। নৈনি লেক উপচে ভেসেছে সেখানকার বিখ্যাত মল রোড। আটকে পড়েছেন বাংলার বহু পর্যটকও। বিপর্যয়ের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। একটিতে দেখা যাচ্ছে, মল রোডে জলের তোড়ে এক ব্যক্তি কার্যত ভেসে যাচ্ছিলেন। দড়ি দিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা চলছে। জলস্তর বেড়েছে গওলা নদীর। পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়েছে। জিম করবেট পার্কের কাছে জলের মধ্যে একটি হাতিকে আটকে পড়তে দেখা গেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। বনদফতর জানিয়েছে, সেখানে একটি টিম গিয়ে হাতিটিকে সুরক্ষিত স্থানে পৌঁছে দিয়েছে।

প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা দল। তাদের সাহায্য করতে সেনার তিনটি হেলিকপ্টার রয়েছে। নৈনিতালে যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। গৃহহীনরা পাবেন ১.৯ লাখ টাকা। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এরমধ্যে আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সারাদিন বৃষ্টি চলবে। তবে বিকেলের পর থেকে বৃষ্টির তীব্রতা কমবে। যদিও এরপরেও চিন্তা থেকে যাচ্ছে ধস এবং হড়পা বানের আশঙ্কা।

Related Articles

Back to top button
error: