বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এম۔ জে۔ মেমোরিয়াল স্কুলে, মালদার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছেন প্রফেসর আফসার আলী
নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: মনোজ্ঞ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান “বিহান” এর মাধ্যমে এম۔ জে۔ ইংলিশ মিডিয়াম মেমোরিয়াল স্কুলে সম্পন্ন হল বাৎসরিক অনুষ্টান। এই ইংলিশ মিডিয়াম স্কুলের মাধ্যমে বিহার লাগোয়া মালদা জেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছেন প্রফেসর মুহম্মাদ আফসার আলী। প্রতি বছরের ন্যায় এই বছরও গত ৪ ই নভেম্বর অনুষ্ঠিত হয় বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্টান। এদিন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাও দেওয়া হয়। সভায় শিক্ষামূলক আলোচনা ছাড়াও বিশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট ছোট শিক্ষাথীদের দ্বারা মনোজ্ঞ নাটক (বাংলা ও ইংরেজিতে), নাচ, গান, কবিতা ও ছড়া আবৃতি ও অভিনয় অনুষ্ঠিত হয়। তাদের এই সমস্ত নাটক (বাংলা ও ইংরেজিতে), নাচ, গান, কবিতা উপভোগ করেন উপস্থিত সকলেই।
এদিনের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ চিত্তরঞ্জন কলেজের প্রফেসর শ্যামলেন্দু চ্যাটার্জী (সম্পাদক, সারা বাংলা অধ্যক্ষ পরিষদ)। বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন, আলিয়া ইউনিভার্সিটির প্রফেসর সাইফুল্লাহ শামীম (সম্পাদক, আলিয়া সংস্কৃতি সংসদ)। এছাড়াও ওই এলাকার বহু গুণীজনরাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
শহর এলাকা বাদ দিয়ে একে বারে প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের একটি ইংরেজী মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা কারণ প্রসঙ্গে জানতে চাওয়া হলে, প্রফেসর মুহম্মাদ আফসার আলী জানান মূলত আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত গ্ৰামবাংলার পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতেই তিনি এই প্রতিষ্টানটি গড়ে তুলেছেন। তাঁর এই স্বপ্নের ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আধুনিক ও উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে উপকৃত হচ্ছেন ওই এলাকার মানুষ। প্রফেসর মুহম্মাদ আফসার আলী টিডিএন বাংলাকে বলেন, “মূলত প্রত্যন্ত এলাকা হওয়ার কারণে এই এলাকায় কোনো উন্নত ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়নি। অন্যদিকে সরকারি স্কুলগুলিতেও আগের মতো আর পড়াশোনা হয় না। আগামী প্রজন্ম যাতে অজ্ঞতার অন্ধকারে ডুবে না যায়। তারা যাতে উন্নত ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে পারে সেই স্বপ্ন নিয়ে এই স্কুল তৈরি করেছি।”
পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া মালদা জেলার উত্তর-পশ্চিমের বিহার লাগোয়া সুলতানগর গ্রাম পঞ্চায়েতের শেষ প্রান্তে জয়রামপুর গ্রামে এই স্কুলটি গড়ে তুলেছেন সেই গ্রামেরই ভূমিপুত্র প্রফেসর মুহাম্মদ আফসার আলী। আজ থেকে গত আট বছর আগে ২০১৬ সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। যদিও আফসার আলী সাহেব ও তার পরিবারের সকলেই বর্তমানে কর্মক্ষেত্রে কলকাতার বাসিন্দা। এই গ্রামের তথা এলাকার চরম প্রতিকূল পরিস্থিতিতে পড়াশুনো করে অধ্যাপক ও কলেজের অধক্ষ্য হয়েছেন। কিন্তু তিনি তার ছোট বেলার স্মৃতি বিজড়িত এই গ্ৰাম ও গ্ৰামের মানুষের কথা কখনোই ভুলতে পারেননি। ছোট বেলায় কি কষ্টের মধ্যে দিয়ে পড়াশোনা করতে হয়েছে সেই কথা মাথায় রেখে, এই পিছিয়ে পড়া বিস্তীর্ণ এলাকার ছেলে-মেয়েদের পড়াশুনার জন্য খুব উন্নত মানের ইংরেজি মাধ্যম এই এম۔ জে۔ মেমোরিয়াল স্কুলটি প্রতিষ্ঠা করেছেন।
প্রফেসর মুহাম্মদ আফসার আলী জানিয়েছেন, বর্তমানে স্কুলটিতে ক্লাস সেভেন পর্যন্ত ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করছেন। প্রতি বছর একটি একটি করে ক্লাস বৃদ্ধি করা হচ্ছে। তিনি আগামীতে এই স্কুলটিকে উচ্চ মাধ্যমিক স্তরে নিয়ে যেতে চান বলে জানিয়েছেন।