HighlightNewsধর্ম ও দর্শনরাজ্য

দ্রব্যের মূল্য আকাশ ছোঁয়া, ঈদের পূর্বেই ইমাম মুয়াজ্জিনদের প্রাপ্য ভাতা দেওয়া হোক, দাবি কামরুজ্জামানের

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : সমস্ত পণ্যদ্রব্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে এখন গরিবের কপালে হাত। খেয়ে পড়ে বেঁচে থাকাই দ্বায় ‘দিন আনি দিন খাই’ পরিবার গুলির। এরই মধ্যে রোমযান মাস প্রায় শেষ হয়ে সম্মুখে এসে পড়েছে মুসলিমদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এমতাবস্থায় ঈদের কেনাকাটা করা নিয়ে বেশ ফাঁপরে পরেছেন গরিব পরিবারগুলি। আর সেই কথা মাথায় রেখে এবার ইমাম মুয়াজ্জিন সাহেবদের প্রাপ্য ভাতা ঈদের পূর্বেই দিয়ে দেওয়া হোক-এই দাবি জানালো সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনিকে এই মর্মে একটি চিঠি দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে, সংগঠনটির রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান একটি বিবৃতি দিয়ে বলেন, ‘বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশ ছোঁয়া। গত ১২ বছরে ভাতার পরিমাণ একটুও বাড়েনি। ঈদের কোন বোনাসও ইমাম সাহেবদের দেওয়া হয় না। তার উপর একমাস রমযান শেষে খুশির ঈদ পালনের জন্য মাত্র আড়াই হাজার টাকার দিকে তাকিয়ে আছে বহু ইমাম মুয়াজ্জিন। তাই ঈদের আগেই সমস্ত ইমাম মুয়াজ্জিন সাহেবকে ভাতা প্রদান করা হোক।

প্রসঙ্গত, এ বছর সম্ভবত ৩০টি রোজা পূরণ হবে। সেক্ষেত্রে আগামী মঙ্গলবার ৩ মে ঈদুল ফিতর অনুষ্টিত হওয়ার সম্ভাবনা প্রবল। তবে এ সব কিছুই নির্ভর করছে সন্ধ্যার আকাশে কবে নতুন মাসের চাঁদ দেখা যায় তার উপরেই।

Related Articles

Back to top button
error: