HighlightNewsবিনোদন

ভারতে ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি বিষয়ে জটিলতা, পরিচালককে প্রাণ নাশের হুমকি

টিডিএন বাংলা ডেস্ক : ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডের বিশিষ্ট পরিচালক বিবেক অগ্নিহোত্রী পরিচালিত একটি সিনেমা নিয়ে তৈরী হয়েছে বিতর্ক। ফিল্মটির নামকরণ করা হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। এই সিনেমার মুক্তির বিষয়েই সৃষ্টি হচ্ছে জটিলতা। ভারতীয় দর্শকদের কাছে এ ছবি পৌঁছবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কি এমন আছে এই সিনেমাতে যার জন্য এত গোলমাল। জানা গিয়েছে, ফিল্মটি মূলত কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের উপর অত্যাচার, তাঁদের গণহত্যার একটি গল্প নিয়ে তৈরী হয়েছে। প্রজাতন্ত্র দিবসে মার্কিন মুলুকের টাইমস স্কোয়্যার টাওয়ারে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ফিচার করা হয় দ্যা বিগ অ্যাপেলে। বিবেকের তৈরী এই ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ বার দেখানো হয়েছে। ১১ মার্চ ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি। কিন্তু অভিযোগ তার আগেই পরিচালকের কাছে প্রাণনাশের হুমকি দিয়ে ফোন আসছে। যার ফলে এই সিনেমার মুক্তি নিয়ে সংশয় সৃষ্টি হচ্ছে। অনেকেই অভিযোগ করছেন সিনেমাও আজকাল রাজনীতির শিকার হচ্ছে। অনেকেই আবার এটাকে শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন।

জানা যাচ্ছে, আমেরিকাতেও ছবিটি মুক্তির আগে এমনই হুমকি দেওয়া হয়েছিল তাকে। কিন্তু তিনি সমস্ত হুমকি উপেক্ষা করেই সেই সময় আমেরিকাতে এই সিনেমা মুক্তি করেন। তবে ইদানিং অনেক বেশি হুমকি ফোনকল ও মেসেজ আসছে। ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশীর মতো দাপুটে অভিনেতারা। অনেকেই অভিযোগ করছেন যে, এই সিনেমা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে। এতে কাল্পনিক কাহিনী তুলে ধরা হয়েছে। যদিও পরিচালক বলছেন সাম্প্রদায়িক হিংসার কথা নয়, বাস্তবকে তুলে ধরেছেন তিনি। পাশাপাশি স্পষ্ট বার্তাও রয়েছে সিনেমায়। কিছুদিন আগে এক সাক্ষাত্‍কারে পরচালক সাফ জানিয়েছিলেন, সিনেমার প্রতিটি দৃশ্যের সঙ্গে বাস্তবের ঘটনার সম্পূর্ণ মিল রয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১১ মার্চ বিগস্ক্রিনে মুক্তি পাবে ছবিটি।

Related Articles

Back to top button
error: