রাহুল-প্রিয়াঙ্কার উপর আক্রমনের প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর উপর আক্রমনের প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় কংগ্রেস। এক বিবৃতিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী এমনটাই জানিয়ে কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশ অনুসারে ২রা অক্টোবর শুক্রবার রাহুল গান্ধী ও প্রিয়াংকা গান্ধীর ওপর পুলিশী হামলার প্রতিবাদে সারা রাজ্যে অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে। কংগ্রেসের সকল নেতৃত্ব ও কর্মীদের এই কর্মসূচীতে যোগদান করার আহবান জানানো হচ্ছে।