উত্তরপ্রদেশের নারকীয় গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ওয়েলফেয়ার পার্টির

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: উত্তরপ্রদেশের দলিত যুবতি মানিষা বাল্মীকিকে গণধর্ষণ ও নির্মম হত্যার প্রতিবাদে বিক্ষোভ দেখালো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। বৃহস্পতিবার ওয়েলফেয়ার পার্টির উত্তর ২৪ পরগণা জেলার যুগ্ম সম্পাদক জুলফিকার আলী মোল্লার নেতৃত্বে আজ রাজারহাট ব্লকের ইকো পার্কের কাছে এই বিক্ষোভে সামিল হন রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য আবু তাহের আনসারী, জেলা কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম, ব্লক সহ-সভাপতি আব্দুল মালেক, সামসুন্নাহার সালমা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন নারকীয় ঘটনার সাথে যুক্ত সকল অভিযুক্তদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পার্টির নেতৃত্ব।