হাথরাস, বলরামপুরের পর এবার ভাদোহি; চোদ্দ বছরের কিশোরীর মাথা পাথর মেরে থেঁতলে দিল দুষ্কৃতীরা
টিডিএন বাংলা ডেস্ক: একের পর এক দলিত মহিলাদের বিরুদ্ধে নির্মম অপরাধমূলক ঘটনা ঘটে চলেছে উত্তরপ্রদেশে। হাথরাস, বলরামপুর এর পর এবার ভাদোহিতে এক ১৪ বছরের দলিত কিশোরীর মাথা পাথর দিয়ে থেঁতলে দিল দুষ্কৃতীরা। এখনো গোটা দেশ হাথরাস কাণ্ডের নির্মম বীভৎসতা ভুলতে পারেনি। তার মধ্যেই ঘটে গেছে বলরামপুরের দলিত কন্যার গণধর্ষণ এবং নির্মম অত্যাচারের কারণে তার মৃত্যু। এরই মধ্যে এক নৃশংসতার ঘটনা ঘটলো ভাদোহিতে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার, শৌচ কর্ম করতে ওই কিশোরী ক্ষেতের মধ্যে যায়। এরপর অনেকটা সময় কেটে গেলেও জোর যখন সে বাড়ি ফিরে না আসে তখন তার ভাই তার খোঁজ করতে ক্ষেতের মধ্যে গেলে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। এই ঘটনার তদন্তে নেমে এসপি রাম বদন সিং বলেছেন, এই ঘটনার একটি ধর্ষণের ঘটনা হতে পারে কারণ এখানে আর কোন কারন হতে পারে না এই খুন করার জন্য। কিশোরীর বয়স মাত্র ১৪ বছর। তার কারো সাথে শত্রুতা থাকতে পারেনা। তবে পোস্টমর্টেম রিপোর্ট আসলে এ বিষয়ে নিশ্চিত করে বলা সম্ভব হবে।”
এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।