দেশ

হাথরাস কাণ্ড নিয়ে বাড়তে থাকা জনরোষের কারণে ইন্ডিয়া গেটের সামনে বৃহৎ জনসমাবেশ নিষিদ্ধ করল পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক: আগামীকাল ইন্ডিয়া গেটের সামনে বা ভেতরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দিল্লি পুলিশের তরফ থেকে একটি টুইট করে জানানো হয়েছে আগামীকাল ইন্ডিয়া গেটের সামনে বা ভেতরে কোন জায়গাতেই বৃহৎ জনসমাবেশ করা যাবে না। যদিও ইন্ডিয়া গেটের থেকে তিন কিলোমিটার দূরে যন্তর মন্তরে জমায়েত হতে পারেন যদি তাদের কাছে জনসমাবেশ করার জন্য জরুরী অনুমতি পত্র থাকে।

এদিকে, আগামীকাল হাথরাসের নির্যাতিতার ওপর হওয়া নির্মম অত্যাচারের বিরুদ্ধে এবং উত্তর প্রদেশের মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক দুষ্কর্মের বিরুদ্ধে ইন্ডিয়া গেটের সামনে সন্ধি পাঁচটার সময় একটি জনসমাবেশের আহ্বান জানিয়েছেন গুজরাটের ভাডগাম বিধানসভার স্বতন্ত্র বিধায়ক জিগ্নেশ মেভানি। হাথরাসের ওই গ্রাম থেকেই একটি মিছিলের ইন্ডিয়া গেটের দিকে অগ্রসর হবার কথা। আগামীকাল মহাত্মা গান্ধীর পুণ্য তিথিতে ইন্ডিয়া গেটের সামনে এই মোমবাতি মিছিলের ডাক দেওয়া হয়েছিল।

Related Articles

Back to top button
error: