HighlightNewsদেশ

“রাষ্ট্রপত্নী” বক্তব্য নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখে ক্ষমা চাইলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন

টিডিএন বাংলা ডেস্ক: “রাষ্ট্রপত্নী” বক্তব্য নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে ক্ষমা চাইলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার ক্ষমা চেয়ে অধীর চৌধুরী রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে জানিয়েছেন, আমি ভুলবশত আপনার জন্য ভুল শব্দ ব্যবহার করেছি। আমার জিভ পিছলে গিয়েছিল। আমি ক্ষমাপ্রার্থী এবং আপনাকে এটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

উল্লেখ্য, বুধবার বিজয় চকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় অধীর রঞ্জন চৌধুরী রাষ্ট্রপতি মুর্মুর জন্য “রাষ্ট্রপত্নী” শব্দটি ব্যবহার করেছিলেন। এরপরে শাসক দল বিজেপি সাংসদরা এই বিষয়টির উত্থাপন করে প্রতিবাদ জানান এবং অধীর চৌধুরী ও সোনিয়া গান্ধীর ক্ষমা চাওয়ার দাবি জানান।

Related Articles

Back to top button
error: