রাজ্য

প্রতিহিংসা পরায়ণ হয়ে বাংলার মুখ্যসচিবকে কেন্দ্রের বদলির নির্দেশ, মোদী সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা

টিডিএন বাংলা ডেস্ক: রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে বদলির নির্দেশ পাঠানোয় মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন করেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। মোদী সরকারের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কফিনে শেষ পেরেক বলে বর্ণনা করেছেন তিনি। নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এসম্পর্কে কংগ্রেসের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে তিনি লিখেছেন, কেন্দ্রীয় সরকারের এভাবে সরাসরি গণতন্ত্রের অবমাননা দেশে বিশৃঙ্খলা ডেকে আনবে। এভাবে আচমকা, ন্যক্কারজনকভাবে একপক্ষের সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে দিল্লিতে যোগ দেওয়ার নির্দেশে সারা দেশের মানুষই শঙ্কিত। তিনি আরো বলেন, এটাই দ্বিগুণ বিস্ময়ের যখন জানা যায় মাত্র চারদিন আগে মোদি সরকারই তাঁকে মুখ্যসচিব হিসাবে আরও কয়েকমাস কাজ করার অনুমতি দিয়েছিল। এটি এককথায় ভারতের সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে হত্যার শামিল।

Related Articles

Back to top button
error: