দেশ

বিলাসবহুল হোটেলের জন্য টিকার প্যাকেজ বেআইনি, কড়া শাস্তির হুঁশিয়ারি কেন্দ্রের

টিডিএন বাংলা ডেস্ক: বিলাসবহুল হোটেলে অতিথিদের জন্য বিশেষ টিকাকরণের প্যাকেজ। টিকাকরণের পাশাপাশি থাকছে স্বাস্থ্যকর প্রাতরাশ, রাতের খাবার, আরামদায়ক শয্যা এবং ওয়াইফাই। দেশের বেশ কয়েকটি বিলাসবহূল হোটেলের এমনই বিশেষ টিকাকরণ প্যাকেজ নিয়ে ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি হয়েছে নেট মাধ্যমে। শুধু তাই নয় জানা গেছে ওই বিশেষ টিকা প্যাকেজের জন্য হোটেল গুলির সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছিল কয়েকটি বেসরকারি হাসপাতাল। এই বিষয়টিকে সম্পূর্ণ বেআইনি এবং কেন্দ্রের কোভিদ টিকাকরণের নির্দেশিকার বিরোধী বলে জানিয়ে দিলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। পাশাপাশি এ ধরনের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে করা আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও কেন্দ্রের তরফে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হল।

শনিবার কেন্দ্রের তরফ থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে,”সরকারি নির্দেশিকা অনুযায়ী সরকারি এবং বেসরকারি টিকাকরণ কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এ ছাড়া কর্মক্ষেত্রে, বিশেষভাবে সক্ষম এবং বয়স্কদের জন্য বাড়ির কাছের কোনও কেন্দ্র বা আবাসনের চত্বরে, কমিউনিটি সেন্টার, পঞ্চায়েত ভবন, স্কুল, কলেজ, বৃদ্ধবাস এমনকি আর ডব্লু এ-র কার্যালয়কেও অস্থায়ী টিকাকরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা যেতে পারে।” ওই চিঠিতে আরো বলা হয়েছে,”টিকাকরণ সংক্রান্ত কেন্দ্রের নির্দেশিকা না মানলে কড়া আইনি পদক্ষেপ করা হবে বিধিভঙ্গকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।”

Related Articles

Back to top button
error: