নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: অব্যাহত গঙ্গা ভাঙন। ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের শিবপুর ভাঙা লাইন এলাকা। শনিবার সকাল থেকে গঙ্গা ভাঙনের কবলে পড়ে তলিয়ে গেলো ১২ টি পাকা বাড়ি। তলিয়ে গেছে আট বিঘা কৃষিজমি, লিচু বাগান ও একটি লক্ষী মন্দিরও। ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাচ্ছেন প্রায় শতাধিক পরিবার। লাগাতার গঙ্গার ভাঙনে বাড়িঘর তলিয়ে গেলেও নেওয়া হয়নি পর্যাপ্ত প্রশাসনিক ব্যবস্থা। ফলে রীতিমতো ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।