HighlightNewsদেশ

লখনউয়ের লুলু মলে নামাজ পড়া নিয়ে বিতর্ক, হিন্দু মহাসভার সতর্কবার্তা, আবার নমাজ পড়া হলে মলে সুন্দরকান্ড পড়া হবে

টিডিএন বাংলা ডেস্ক: বুধবার লখনউয়ের লুলু মলে নামাজ পড়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে একটি সতর্কতা জারি করে সর্বভারতীয় হিন্দু মহাসভা বলেছে, “যদি আবার মলে নামাজ পড়া হয়, তবে মহাসভা মলের ভিতরে সুন্দরকাণ্ড পাঠ করবে।” একইসঙ্গে, হিন্দু মহাসভার তরফে জনগণকে মল বয়কট করার আবেদন জানানো হয়েছে। ওই মল থেকে জিনিসপত্র কিনতে নিষেধ করা হয়েছে।

এই ঘটনার রেশ ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। সমাজবাদী পার্টির নেতা আইপি সিং বলেছেন, “দেশের বৃহত্তম লুলু মল লখনউতে মুসলিম সমাজের এক ব্যবসায়ী তৈরি করেছেন। সেখানে নামাজ পড়লে তাতে অপরাধ কী, যে কিছু মুষ্টিমেয় লোক তোলপাড় সৃষ্টি করেছে?”
মলের ভেতরে কিছু মানুষের নামাজ পড়ার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে। প্রসঙ্গত, ১১জুলাই মলটির উদ্বোধন
করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রতিদিন প্রায় ১ লাখ মানুষ এখানে আসছেন। শুক্রবার হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে কয়েকজনকে শপিংমলের ভেতরে নামাজ পড়তে দেখা যায়।

এই ঘটনা প্রসঙ্গে হিন্দু মহাসভার তরফে শিশির চতুর্বেদী বলেন, “মলটিকে মসজিদ হিসেবে ব্যবহার করা হচ্ছে। উত্তরপ্রদেশেও একই ঘটনা ঘটছে। মলটিকে মসজিদ হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের মলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

অযোধ্যা হনুমান গড়ির মহন্ত রাজু দাস বলেন- “লুলু মল এশিয়ার সবচেয়ে বড় মল। এখানে ৮০% মুসলমানকে চাকরি দেওয়া হয়েছে। ২০% হিন্দু মেয়েকে চাকরি দেওয়া হয়েছে। এখানে একটিও মুসলিম মেয়ে রাখা হয়নি। আরও কেস আছে। মলে যেভাবে নামাজ পড়া হয়েছে। বড় পরিসরে। আমরা ওখানে হনুমান চালিসা পড়ব। কেউ আটকাতে পারবে না।”

অন্যদিকে, লুলু মলের তরফে বলা হয়েছে,”এই ভিডিও সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আমরা ওই ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছি। আমরা মলের ভেতরে এটার একেবারেই অনুমতি দিই না।”

Related Articles

Back to top button
error: