HighlightNewsদেশ

করোনাকালে ৬টি জাতীয় রাজনৈতিক দলের চেয়ে ৪ গুণ বেশি চাঁদা দেওয়া হয়েছে বিজেপিকে, দাবি এডিআর রিপোর্টে

টিডিএন বাংলা ডেস্ক: ২০২০-২১ সালে করোনার কারণে একদিকে যখন দেশ চরম আর্থিক সংকটের সম্মুখীন হয়েছে ঠিক সেই সময়েই দেশের রাজনৈতিক দলগুলি তুমুল লাভবান হয়েছে। সব থেকে বেশি লাভবান হয়েছে বিজেপি। দেশের দেশের ছটি জাতীয় রাজনৈতিক দলের চেয়ে চার গুণ বেশি চাঁদা দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টিকে। বৃহস্পতিবার অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক দলগুলো নিজেরাই বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তহবিলের তথ্য শেয়ার করেছে।

এডিআর রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে যখন করোনা সর্বোচ্চ পর্যায়ে ছিল, সেই সময়ে রাজনৈতিক দলগুলিকে মোট ৫৯৩.৭৪৮ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। এর মধ্যে বিজেপি একাই ৪৭৭.৫৪৫ কোটি টাকা অনুদান পেয়েছে। অর্থাৎ, বিজেপি ৮০ শতাংশের বেশি অনুদান পেয়েছে, যা ৬টি জাতীয় রাজনৈতিক দল (এনসিপি, সিপিআই, সিপিআই(এম), কংগ্রেস, এনপিই এবং তৃণমূলের প্রাপ্ত অনুদানের চেয়ে ৪ গুণ বেশি।

এডিআর রিপোর্টে বলা হয়েছে, ৩৭৫৩ জন ব্যক্তি এবং প্রতিষ্ঠান ২০২০-২১ সালে ২০ হাজার টাকারও বেশি দান করেছে। এর মধ্যে ২২০৬ জন বিজেপিকে দান করেছেন। একই সময়ে, ১০৭৭ জন ব্যক্তি এবং প্রতিষ্ঠান কংগ্রেস দলকে ৭৪.৫২৪ কোটি টাকা দান করেছে, যা বিজেপির তুলনায় প্রায় ১৫ শতাংশ।

৭৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান এনসিপিকে ২০ হাজারের বেশি, সিপিএমকে ২২৬, সিপিআইকে ১২৪, এনপিইপিকে ১৫ এবং তৃণমূলকে ২৬ জন ২০ হাজারের বেশি দান করেছেন।

প্রসঙ্গত, ভারতের নির্বাচন কমিশন সব দলের জন্য আয়-ব্যয়ের বিবরণ দেওয়া বাধ্যতামূলক করেছে। বহুজন সমাজবাদী পার্টি ছাড়া কোনো দলই নির্ধারিত সময়ে এই তথ্য নির্বাচন কমিশনের সঙ্গে শেয়ার করেনি। এডিআর অনুসারে, কংগ্রেস ১০ দিন দেরি করে আয়ের বিবরণ দিয়েছে, যেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ১১৭ দিন, সিপিআই(এম) ১৩৬ দিন, ন্যাশনাল পিপল পার্টি ১৩৭ দিন, ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি ১৬১ দিন, ভারতীয় জনতা পার্টি দেরি করেছে ১৬৪ দিন পরে এবং সিপিআই ১৭৮ দিন পরে বিশদ তথ্য দিয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ১১১১টি কর্পোরেট হাউস বিজেপিকে ৪১৬.৭৯৪কোটি টাকা দান করেছে এবং ১৪৬টি কর্পোরেট হাউস কংগ্রেসকে দান করেছে। প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট হল দেশের শীর্ষ কর্পোরেট হাউস যা রাজনৈতিক দলগুলিকে অনুদান দেয়। এই ট্রাস্ট বিজেপিকে ২০৯ কোটি, এনসিপিকে ৫ কোটি এবং কংগ্রেসকে ২ কোটি টাকা দান করেছে।

Related Articles

Back to top button
error: