HighlightNewsদেশ

আজ ২০টিরও বেশি শহরে পৌঁছে দেওয়া হবে করোনার ভ্যাকসিন; ১৬ জানুয়ারি থেকে শুরু হবে বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণ প্রক্রিয়া

টিডিএন বাংলা ডেস্ক: ভারতে ১৬ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণ প্রক্রিয়া। সেই লক্ষ্যে গতকাল মুম্বই, দিল্লি, কলকাতা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ সহ ১৩ টি জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে কোভিশিল্ড ভ্যাকসিন। রাতেই পুনের সিরাম ইনস্টিটিউট থেকে মোট ৬টি কন্টেনার রওনা হয়েছে। তিনটি ট্রাকে করে মুম্বই এয়ারপোর্টে ভ্যাকসিন পাঠানো হয়েছে। এছাড়া পুনে এয়ারপোর্ট এবং বেল গ্রামে একটি করে ট্রাক পাঠানো হয়েছে। জানা গেছে, মুম্বই এয়ারপোর্ট থেকে ২২টি জায়গায় ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। এছাড়া দেশের ২০টির বেশি শহরে ভ্যাকসিন পৌঁছনোর আশা করা হচ্ছে। ইতিমধ্যেই গতকাল বিকেল চারটের মধ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচের ৫৪.৭২ লক্ষ্য ডোজ বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। আগামীকালের মধ্যে সিরাম ইনস্টিটিউট থেকে ১.১ কোটি এবং ভারত বায়োটেক থেকে ৫৫ লক্ষ্য ডোজ বিভিন্ন জায়গায় পাঠানো হবে।

Related Articles

Back to top button
error: