দেশ

কৃষি আইনের সমর্থকরাই সুপ্রিম কোর্টের কমিটিতে! উঠছে প্রশ্ন

টিডিএন বাংলা ডেস্ক: টানা প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ পোষন করে আপাতত কৃষি আইন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। শুধু তাই নয়, কৃষি আইন স্থগিত রাখার নির্দেশ দিয়ে চার সদস্যের কমিটি গঠন করেছে সর্বোচ্চ আদালত। আর যা নিয়েই রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। সুপ্রিম কোর্ট যে চার সদস্যের কমিটি গঠন করেছে তারা কৃষি আইনের সমর্থক বলেই অভিযোগ। চার সদস্যের কমিটি নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ট্যুইটে লিখেছেন, ‘কৃষকদের ন্যায্য বিচার দেওয়ার অভিনয় চলছে। কিন্তু সেই বিভ্রান্তি আজ কেটে গিয়েছে। সুপ্রিমকোর্ট যে চারজনকে কমিটিতে রেখেছে, তাঁদের রেকর্ড দেখুন। এটা যদি পক্ষপাতিত্ব না হয়, তাহলে আর কোনটাকে পক্ষপাতিত্ব বলব? আমার অল্প বুদ্ধি, কিন্তু তাতেই বিষয়টা আমার কাছে পরিষ্কার। কমিটি গড়ার ফলে এখন অতিরিক্ত ২ মাস সময় পাওয়া গেল। এখন কৃষকদের যেনতেন প্রকারেণ বাড়ি পাঠানোর চেষ্টা করা হবে। আর চাপে পড়া সরকারকে আবার মজবুত জায়গায় ফেরৎ আনা হবে। কমিটির রিপোর্ট আসতে-আসতে আন্দোলন পথ হারিয়ে ফেলবে।’

Related Articles

Back to top button
error: