সৌজন্য! অখিলেশের বির‍ুদ্ধে প্রার্থী দিল না কংগ্রেস

টিডিএন বাংলা ডেস্ক : সৌজন্যর রাজনীতি কংগ্রেসের। উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে অখিলেশ যাদবের বির‍ুদ্ধে প্রার্থী দিল না কংগ্রেস। সিদ্ধান্ত কংগ্রেস হাইকমান্ডের। যদিও অখিলেশকে চ্যালেঞ্জ জানাতে সেখানে লড়তে চলেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এসবি বাঘেল।

লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির জোট হয়নি। কিন্ত‍ু রায়বরেলি ও আমেথি আসন দু’টি ছেড়ে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে কংগ্রেস অখিলেশের জন্য কারহাল আসনটি ছেড়ে দিল। যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বিধানসভা নির্বাচনের পর বিজেপিকে ঠেকাতে কংগ্রেস ও সাইকেল বাহিনী হাত মেলাতে পারে কিনা, তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। যশোবন্তনগরে লড়ছেন অখিলেশের কাকা শিবপাল সিং যাদব। কারহালে কংগ্রেসের পক্ষ থেকে জ্ঞানবতী যাদবকে প্রার্থী করা হয়েছিল। যদিও যশোবন্তনগরে শিবপাল সিং যাদবের বিরুদ্ধে কোনও প্রার্থীকে দাঁড় করানো হয়নি।

সপার দুই শীর্ষ নেতার বিরুদ্ধে প্রার্থী না দেওয়াই নয়। রাজনৈতিক তিক্ততা ভুলে অখিলেশ ও শিবপালকে সমর্থন জানানোর কথাও জানানো হয়েছে।