দেশ

পাঞ্জাব ভোটের আগে গোষ্ঠী কোন্দল কংগ্রেসে, বিস্ফোরক মন্তব্য জাখারের

টিডিএন বাংলা ডেস্ক : ভোটের আগে পাঞ্জাবে কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। জনসভা থেকে বিস্ফোরক দাবি করে দলকে বিড়ম্বনায় ফেললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখার।

কিছুদিন আগেই পাঞ্জাবে বদল হয়েছেন মুখ্যমন্ত্রী। অমরিন্দর সিং-এর ইস্তফার পর চরণ জিৎ সিং-কে মুখ্যমন্ত্রী করে কংগ্রেস। জনসভায় জাখার দাবি করেন, অমরিন্দরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর, ওই পদের দৌড়ে এগিয়ে ছিলেন তিনি। জাখার আরও বলেন, ক্যাপ্টেনের ইস্তফার পর ৭৯ জন কংগ্রেস বিধায়কের মধ্যে ৪২ জনই বিধায়ক চেয়েছিলেন জাখার মুখ্যমন্ত্রী হোন। সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র দুজন বিধায়ক চরণজিৎ সিং চান্নিকে সমর্থন করেন। তিনি আরও জানান, ১৬ জন বিধায়ক বর্তমান উপ-মুখ্যমন্ত্রী সুখজিন্দর রানধাওয়াকে সমর্থন করেন। ১২ জন বিধায়ক উপ-মুখ্যমন্ত্রী পদের জন্য অমরিন্দরের স্ত্রীকে সমর্থন করেন। ৬ জন বিধায়ক চেয়েছিলেন সিধু মুখ্যমন্ত্রী হোক।

জাখার আরও দাবি করেছেন, উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রী পদ প্রার্থীর তালিকায় ওপরেই নাম আছে জাখারের। তাই জাখারের এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Back to top button
error: