HighlightNewsআন্তর্জাতিক

ঘূর্ণিঝড় ফ্রেডিতে লণ্ডভণ্ড আফ্রিকা, নিহত ৩০০ ও আহত অসংখ্য

টিডিএন বাংলা ডেস্ক: ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফ্রেডিতে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে । ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত আফ্রিকান দেশগুলোর কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রাণহানির সংখ্যা নিশ্চিত হতে মোজাম্বিকের কর্তৃপক্ষের বেশ কয়েকদিন সময়ও লাগছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সাম্প্রতিক বছরগুলোতে মহাদেশটিতে আঘাত হানা অন্যতম প্রাণঘাতী এই ঝড়কে দক্ষিণ গোলার্ধে রেকর্ড হওয়া সবচেয়ে দীর্ঘস্থায়ী ক্রান্তীয় ঘূর্ণিঝড় বলা হচ্ছে। ফেব্রুয়ারির শেষদিকে প্রথম আঘাত হানে ফ্রেডি। গত সপ্তাহে আবারও আফ্রিকার দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালায়। মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশেই ফ্রেডি অন্তত ৫৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলে বুধবার জানিয়েছে কর্তৃপক্ষ। মালাউয়ি এখন পর্যন্ত ২২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আহত কয়েকশ, এখনও অনেকে নিখোঁজ।

মোজাম্বিকে দ্বিতীয় দফায় আছড়ে পড়ার আগে ক্রান্তীয় ঝড়টি মাদাগাস্কার আর মোজাম্বিকে আরও ২৭ জনের প্রাণহানি ঘটায়। টানা বর্ষণ ও বিদ্যুৎ বিভ্রাট উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ব্যাঘাতও ঘটাচ্ছে। ঝড়ের কারণে অনেক এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। অসংখ্য রাস্তা ভেসে গেছে, মৃতদেহ ও বাড়িঘর চাপা পড়ে আছে মাটির নিচে। সূত্র- দৈনিক ইত্তেফাক

Related Articles

Back to top button
error: