সর্বগুন সম্পন্ন দাদা শুভেন্দু অধিকারী, সুতিতে বার্তা খাদ্য কর্মাধক্ষ মইদুল ইসলামের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মূর্শিদাবাদ: ত্রিপল বিতরণ অনুষ্ঠানেও আলোচনার শীর্ষে মন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলা থেকে পর্যবেক্ষক পদ উঠিয়ে দেওয়ায় তৃণমূল নেতাদের কাছ থেকে তুলনামূলক দূরে চলে গেলেও শুভেন্দুপন্থীদের কাছে এখনও যেন ‘দাদা’ই রাজ্যের পরিবহন ও সেচ দপ্তরের শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সমাজের পিছিয়ে পড়া অসহায় দুঃস্থদের মাঝে ত্রিপল বিতরণ করলো মইদুল ইসলাম ফ্যান ক্লাব। এদিন সুতি থানার সাদিকপুরে এক অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক মানুষকে ত্রিপল তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের খাদ্য কর্মাধক্ষ মইদুল ইসলাম, সুতি-১ ব্লকের বিডিও রবীন্দ্রনাথ বাড়ুই সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের মঞ্চ থেকে মন্ত্রী শুভেন্দু অধিকারীর আরোগ্য কামনায় সামিল হন সকলে।

মুর্শিদাবাদ জেলা পরিষদের খাদ্য কর্মাধক্ষ মইদুল ইসলাম জানান, অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়াতে পাঁচ শতাধিক মানুষের হাতে ত্রিপল বিতরণ করা হলো। পাশাপাশি দাদা শুভেন্দু অধিকারীর সুস্থতাও কামনা করলাম। মূলত দাদার অনুপ্রেরণায় আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।