দুর্নীতি করে চাকরি পেয়ে থাকলে নিযুক্তির পরেও খোয়া যেতে পারে সরকারি চাকরি; জানালেন অসমের বিজেপি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

টিডিএন বাংলা ডেস্ক: অসৎ উপায়ে বা দুর্নীতি করে সরকারি চাকরি হাসিল করে থাকে নিযুক্তি হয়ে যাওয়ার পরেও চাকরি খাওয়াতে পারেন সরকারি কর্মচারীরা। চলতি বছরের নভেম্বর মাসের ৩০ তারিখের মধ্যে অসমে সাব-ইন্সপেক্টর পদে নিযুক্তির পরীক্ষা সুষ্ঠুভাবে এবং দুর্নীতিমুক্ত ভাবে করার কথা বলতে গিয়ে অসমের বিজেপি মন্ত্রী তথা রাজ্যের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এমনটাই জানিয়েছেন।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা এদিন জানিয়েছেন, সরকারি কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি করে বা অবৈধ উপায়ে চাকরি পাওয়ার তথ্য সামনে আসলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। চাকরি করা যাবে ওই ব্যক্তির। এমনকি নিযুক্ত পত্র পেয়ে যাওয়ার পরেও তা খারিজ করা হবে বলে জানিয়েছেন তিনি।