মায়ের কাছে বকুনি, অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী কিশোরী
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: মায়ের কাছে বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী কিশোরী। ঘটনাটি ঘটেছে মালদা জেলা গাজোল ব্লকের শংকরপুর এলাকায়। পরিবার ও হাসপাতাল সূত্রে খবর, মৃত ওই কিশোরের নাম নয়ন চৌহান (১১)। গাজোল হাজী নাকু মহম্মদ হাই স্কুলের পঞ্চম শ্রেণীতে পাঠরত ছিল ওই কিশোর। পরিবার সূত্রে খবর এদিন তার মা তাকে দোকানে কিছু সামগ্রী কিনতে পাঠায়। দোকান থেকে সামগ্রী কিনে ফিরে এলে তার মা তাকে বকাবকি করে। মায়ের কাছে বকুনি খেয়ে অভিমানে ছাদের ঘরে গিয়ে দিদির ওরনা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই কিশোর। তার দিদি দেখতে পেয়ে চেঁচামেচি শুরু করলে সেই শব্দ শুনে ছুটে এসে সকলে দেখতে পায় গলায় ওড়না দিয়ে ঝুলে আছে ওই কিশোর। তড়িঘড়ি সেখান থেকে খুলে তাকে নিয়ে যাওয়া হয় গাজোল গ্রামীণ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিন তার দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুরো ঘটনা নিয়ে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।।