রাজ্য

বিশ্বভারতী বিশ্ববিদ্যালযয়ের মেলার মাঠকে উন্মুক্ত রাখতে গান্ধী গিরি স্থানীয়দের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মেলারমাঠ কে উন্মুক্ত রাখতে এবার গান্ধী গিরির পথে স্থানীয় মানুষজন। রবীন্দ্র নৃত্য এবং বাউল সংগীত এর মাধ্যমে প্রতীকী বিক্ষোভ আন্দোলনকারীদের। কলকাতা উচ্চ আদালতের মধ্যস্থতাকারীদের সহায়তায় ইতিমধ্যেই গত সোমবার থেকে মেলারমাঠ ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করার আর্জি জানানো হয়েছিল। সেইমতো ওই এলাকায় প্রচুর পুলিশ জলকামান এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা রক্ষী প্রচুর পরিমাণে মোতায়েন ছিল ঘটনাস্থলে। এদিনের আন্দোলনকারীরা ওই এলাকায় না গিয়ে ফায়ার ব্রিগেড অফিস সংলগ্ন এলাকায় ওই সঙ্গীত পরিবেশনের কর্মসূচি গ্রহণ করেন। পৌষ মেলার মাঠ পাছা কমিটির ব্যানারে সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে এই প্রতীকী বিক্ষোভ কর্মসূচি হয়।

Related Articles

Back to top button
error: