পাঞ্জাবে দলিতকে গাছে বেঁধে বেধড়ক মার! ভিডিয়ো ভাইরাল

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : দলিত নিগ্রহের অভিযোগ এবার অমৃরিন্দ্রর সিংয়ের রাজ্যে। অভিযোগ, এক দম্পতি ও তাদের মেয়েকে গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়। মা ও মেয়েকে যৌন হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফাজিলকা জেলায়। দুই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

নিগ্রহের সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে গাছে বেঁধে বেধড়ক মারধর করা হচ্ছে। শত কাকুতি-মিনতিও কানে যাচ্ছেনা উন্মত্তদের। মারা হচ্ছে রাস্তায় ফেলে। মুখের মধ্যে তুলে দেওয়া হচ্ছে পা!

বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছেন ন্যাশনাল কমিশন ফর সিডিউল কাস্ট (এনসিএসসি) এর চেয়ারম্যান বিজয় সম্পলা। তিনি পাঞ্জাব সরকারকে একটি নোটিশ পাঠিয়েছেন। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে। এনসিএসসি- র এই সক্রিয়তায় নড়েচড়ে বসেছে রাজ্য পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ফাজিলকা জেলার পুলিশ সুপার।