২ জানুয়ারি ত্রিপুরায় অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়

টিডিএন বাংলা ডেস্ক : নতুন বছরের শুরুতেই ত্রিপুরার সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ জানুয়ারি দুদিনের ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগরতলায় তৃণমূলের একটি কর্মসূচি থেকে এই সফরসূচির কথা জানান রাজীব বন্দ্যোপাধ্যায়।

এর আগে সিদ্ধান্ত হয়েছিল চলতি মাসের একেবারে শেষের দিকে ত্রিপুরা যাবেন অভিষেক। রাজীব জানিয়েছেন, “ত্রিপুরায় সাম্প্রতিককালে তৃণমূলের যে কর্মীরা আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি যাবেন অভিষেক। পরিজনদের সঙ্গে কথা বলবেন। এছাড়া আরও কিছু কর্মসূচি রয়েছে।” ত্রিপুরায় পুরনির্বাচনে আগরতলাতে ভালো ফলের পর এই প্রথম ওই রাজ্যে যাচ্ছেন অভিষেক।