রাজ্য
রাজ্যসভায় দিল্লী বিল পাশ, গণতন্ত্রের কালো দিন, আক্রমন কেজরিওয়ালের
টিডিএন বাংলা ডেস্ক: লোকসভার পর রাজ্যসভাতেও পাশ দিল্লি এনসিটি (সংশোধনী) বিল ২০২১। কেন্দ্রের নয়া এই আইন নিয়ে মোদী সরকারকে কার্যত একহাত নিয়েছেন আম আদমি পার্টির প্ৰধান তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, গণতন্ত্রের দুঃখজনক দিন আজ। কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব। বাধা এলেও কাজ করে যাব।”