মানহানির মামলায় উদ্ধব ঠাকরে এবং সঞ্জয় রাউতকে তলব করেছে দিল্লি হাইকোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে, তাঁর ছেলে আদিত্য ঠাকরে এবং সঞ্জয় রাউতকে দিল্লি হাইকোর্ট তলব করেছে। জানা গিয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ঘনিষ্ঠ বলে পরিচিত রাহুল রমেশ শেওয়ালে তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন। আগামী ১৭ এপ্রিল এই মামলার শুনানি হবে।