টিডিএন বাংলা ডেস্ক: নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার সঙ্গে দুর্নীতি যোগ নিয়ে তদন্ত করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই! কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার একটি মন্তব্যে অন্তত তেমনই সম্ভাবনা দেখা দিয়েছে। বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে বিভিন্ন সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগে নিয়োগ দুর্নীতি মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সেই মামলায় শুনানির সময় বিচারপতি রাজাশেখর মান্থাকে সিবিআই জানিয়ে দেয়, তারা তাপসের বিরুদ্ধে তদন্ত করতে প্রস্তুত।
অন্যদিকে বিচারপতি মান্থা বলেন, “নিয়োগ দুর্নীতির অনেক মামলায় সিবিআই তদন্ত করছে। ফলে এই একই ধরনের অভিযোগের ক্ষেত্রে ওই সংস্থা তদন্ত করবে কি না, তা খতিয়ে দেখবে আদালত।” আর বিচারপতির এই মন্তব্যের পর জল্পনা শুরু হয়েছে বিধায়ক তাপসের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট?