দিল্লির মদ নীতি কেলেঙ্কারি মামলা; মণীশ সিসোদিয়ার হেফাজত ২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে

ফাইল ছবি

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিচার বিভাগীয় হেফাজত ২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার তাঁকে আদালতে হাজির করা হয়। এর আগে, সিবিআই মামলায় আদালত মণীশ সিসোদিয়ার হেফাজত ১২মে পর্যন্ত বাড়িয়েছিল। প্রসঙ্গত, সিবিআই মদ নীতির মামলায় অনিয়মিত তদন্ত করছে। আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ২৬ ফেব্রুয়ারি সিসোদিয়াকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর থেকে মণীশ সিসোদিয়া সিবিআইয়ের হেফাজতে রয়েছেন।