HighlightNewsখেলাদেশ

আদালতের নির্দেশ মেনে শেষ পর্যন্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে সিট গঠন দিল্লি পুলিশের

টিডিএন বাংলা ডেস্ক: আদালতের নির্দেশ মেনে আজ শুক্রবার শেষ পর্যন্ত জাতীয় কুস্তি সংস্থার প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে অভিযোগের তদন্তের জন্য সিট গঠন করলো দিল্লি পুলিশ। প্রসঙ্গত, ব্রিজভূষণের বিরুদ্ধে পদের ক্ষমতার সুযোগ নিয়ে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন দেশের হয়ে বহু পদক নিয়ে আশা বেশ কিছু বিখ্যাত কুস্তিগির। ওই কুস্তিগিররা অভিযোগ করেন, প্রথমে ব্রিজভূষণের বিরুদ্ধে তাদের অভিযোগ নিতে রাজি হয়নি দিল্লি পুলিশ। এরপর ব্রিজভূষণের কঠোর শাস্তির দাবি জানিয়ে যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেন আন্দোলনকারী কুস্তিগিররা। পাশাপাশি আন্দোলনকারীরা আদালতেরও দারস্ত হন। অভিযোগ শোনার পর অবিলম্বে কুস্তিগিরদের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে সিট গড়ার নির্দেশ দেয় আদালত।

Related Articles

Back to top button
error: