Highlightদেশ

দিল্লি দাঙ্গা : আদালতের ভর্ৎসনা দিল্লি পুলিশকে

টিডিএন বাংলা ডেস্ক : দিল্লি দাঙ্গায় মুসলিমদের টার্গেট করতে ব্যবহার করা হয় লাউড স্পিকার। উন্মত্ত জনতাকে উস্কানো হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশকে এফআইআর করতে বলেছিল আদালত। মঙ্গলবার মামলার শুনানিতে পুলিশ জানিয়েছে, তদন্তে এখনও কোনও গতি আসেনি।

আদালতের নির্দেশ। তারপরও কোনও হেলদোল নেই পুলিশের। যারজেরে বেজায় ক্ষুব্ধ দিল্লি আদালত। বিচারক বিনোদ যাদব বলেন, ”দুঃখিত এটা তো রাজ্যের এক্তিয়ারভুক্ত। এই অভিযোগের তদন্ত করা উচিত। এটা অনুধাবন করে দিল্লির কমিশনার, দিল্লি পুলিশ কিংবা বিশেষ তদন্তকারী দল কেউই গুরুত্ব দেয়নি।” এর পাশাপাশি আদালত এদিন মন্তব্য করে, গত বছর উত্তর-পূর্ব দিল্লিতে দাঙ্গা আচমকা উত্তেজনার ফল ছিল না। বরং এর পিছনে ছিল গভীর ষড়যন্ত্র। পূর্ব-পরিকল্পিত এই ষড়যন্ত্র আইন-শৃঙ্খলার অবনতির জন্যই করা হয়েছিল। ভিডিয়ো দেখে পরিষ্কার বোঝা যায়, সরকার ও সাধারণ জনজীবন বিপর্যস্ত করার জন্যই পরিকল্পনা করে হিংসা ছড়ানো হয়।”

বিচারক সুব্রহ্মণ্যম প্রসাদ রায়দানের সময় বলেন, “পরিকল্পনা মাফিক সিসিটিভির সংযোগ কেটে দেওয়া হয়। তা থেকে এটাও পরিষ্কার এটা পূর্ব-পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। শহরের আইন-শৃঙ্খলা নষ্ট করার জন্যই করা হয়েছিল দাঙ্গা। দাঙ্গাকারীরা লাঠি-সোটা, ব্যাট-হকি স্টিক নিয়ে রাস্তায় নেমে পড়ে অশান্তির সৃষ্টি করে। কম সংখ্যক পুলিশ আধিকারিক যা সামাল দিতে হিমশিম খান।”

Related Articles

Back to top button
error: