রাজ্য

মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে নিগ্রহের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

নিজস্ব সংবাদদাতা,টিডিএন বাংলা, বীরভূম :  মন্ত্রী তথা জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীকে শারীরিকভাবে নিগ্রহ এবং তাঁর প্রেরিত ত্রাণ সামগ্রী লুটপাটের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে। শনিবার সদাইপুর থানার যাত্রায় সংগঠনের কর্মী সমর্থকরা করণা বিধি মেনে এই কর্মসূচি পালন করেন । দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির দাবিতে সোচ্চার হন তারা।

ইয়াস প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে শারীরিকভাবে নিগৃহীত হন রাজ্যের মন্ত্রী এবং জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী। গত শুক্রবার সরবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনি আক্রান্ত হন এবং ইয়াস ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত লরি ভর্তি ট্রাক সামগ্রী লুট পাট হয় বলে অভিযোগ। এদিন জমিয়তে উলামায়ে হিন্দের বীরভূম জেলার পক্ষ থেকে যাত্রা গ্রামে এক বিক্ষোভ কর্মসূচির করা হয় ঘটনার প্রতিবাদে। কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা কর্মী ও নেতৃত্ব বৃন্দ। সংগঠনের জেলা সভাপতি আনিসুর রহমান বলেন,” অসহায় এবং দুস্থ মানুষকে সহায়তা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী। এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করছি। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আর তা না হলে সংগঠনের পক্ষ থেকে পরবর্তী সময়ে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন করা হবে”।

Related Articles

Back to top button
error: