HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

স্যার গুরুদাস এর পর এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন নির্ধারণ ঈদের দিনেই

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ১৬ জুলাই শুক্রবার একটি পরীক্ষার রুটিন প্রকাশ করে। যেখানে এমফিল পরীক্ষার উত্তর পত্র জমা দেওয়ার কথা বলা হয় ২১ জুলাই ঈদের দিনেই। ঘটনা জানাজানি হতেই শুরু হয় প্রতিবাদ। অবশেষে প্রতিবাদে চাপে পড়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নোটিশ প্রত্যাহার করেছে। একই সঙ্গে পরীক্ষার দিন পরিবর্তন করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এই নোটিশে বলা হয় ২০ জুলাই দুপুর ১২ টার দিকে প্রশ্নপত্র আপলোড করা হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। আর ২১ জুলাই বিকাল ৫ টার মধ্যে উত্তর পত্র জমা দিতে হবে। নোটিশ প্রকাশ‍্যে আসতেই বেশকিছু সমাজসেবী ও ছাত্র তৎক্ষণাৎ যোগাযোগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সমাজসেবী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটিকে অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেছেন। একই সঙ্গে তারা নোটিশটি তুলে নিয়ে নতুন নোটিশ দেওয়ার কথাও জানিয়েছেন। কথা মতো যথারীতি তারা নোটিশটি প্রত‍্যাহারও করে নিয়েছে। অবশ্য শুক্রবার গভীর রাত পর্যন্ত কোনো নতুন নোটিশ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যায়নি। তার আশা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঈদের দিন বাদ দিয়ে নতুন নোটিশ জারি করবে। উল্লেখ্য যে, কয়েকদিন আগেই উল্টোডাঙার স্যার গুরুদাস কলেজ ঈদের দিনে পরীক্ষার ফর্ম ফিলাপ এর দিন নির্ধারণ করেছিল। অবশ্য রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠন ও ব্যক্তিত্ব এ ঘটনার প্রতিবাদ করেন। এমতাবস্থায় চাপে পড়ে স্যার গুরুদাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটিকে ভুল বলে স্বীকার করেন। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে এবং ফরম ফিলাপের দিন পরিবর্তন করে। কিন্তু একাধিকবার বিভিন্ন কলেজ কর্তৃপক্ষের মুসলিমদের উৎসবের দিনে বিভিন্ন কার্যক্রমের দিন নির্ধারণ করায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভারতের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী মুসলিমদের শ্রেষ্ঠ উৎসব এর মধ্যে একটি হলো ইদুজ্জোহা, অথচ এই ঈদের দিনের কথা খেয়াল থাকেনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।এটা অস্বাভাবিক এবং ন্যক্কারজনক বলে প্রতিবাদ করেছেন মুসলিম সংগঠনগুলি।

Related Articles

Back to top button
error: