রাজ্য

ডেরেকদের আচরণ বাংলার লজ্জা, মন্তব্য বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনরা সংসদে যে আচরণ করেছেন তাতে বাংলার লজ্জা। বিশ্বের কাছে বাংলার মুখ ছোট হয়েছে। মন্তব্য করলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। তিনি বলেন, যে দলের নেত্রী কয়েক বছর আগে সংসদে ঠিক এরকম আচরণ করেছিলেন তাদের দলের সাংসদদের পক্ষেই এ ধরনের ঘটনা শোভা পায়। বাংলার মানুষ এ ধরনের আচরণ কখনই মেনে নেন না বলে মন্তব্য করেন অগ্নিমিত্রা। নারীদের সুরক্ষার প্রশ্নে একটি হেল্পলাইন নম্বর চালু করল বিজেপি মহিলা মোর্চা। ওই হোয়াটসঅ্যাপ নম্বরে রাজ্যের মহিলারা তাদের উপর আক্রমণ কিংবা যেকোন ধরনের অত্যাচারের ঘটনা মেসেজ করে পাঠাতে পারবেন। ভয়েস রেকর্ড করে পাঠাতে পারবেন ঘটনার বিবরণ। বিজেপি মহিলা মোর্চা কর্মীরা তাদের পাশে দাঁড়াবে। বিজেপি রাজ্য দপ্তরে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করলেন বিজেপি মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী। অগ্নিমিত্রা পল বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হলেও এ রাজ্যের মহিলারা একেবারেই সুরক্ষিত নয়। রাজ্য সরকার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

Related Articles

Back to top button
error: