রাজ্য
করোনা ভাইরাসের থেকেও বড় ভাইরাস মোদি সরকার, মন্তব্য তৃণমূল নেতার
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: কৃষি বিল সহ কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল। সাতগাছিয়া বিধানসভা অঞ্চলে এক ঐতিহাসিক মহামিছিল ও প্রতিবাদ সভা আয়োজিত হয়। নেতৃত্বে ছিলেন বজবজ ২ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বুচান বন্দোপাধ্যায়। সাতগাছিয়া বিধানসভার সাতটি অঞ্চল থেকে প্রায় ২৫ হাজার মানুষ এই মিছিলে পা অংশগ্রহণ করেন। মিছিল শেষে প্রতিবাদ সভা থেকে কেন্দ্রকে তীব্র কটাক্ষ করেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। নরেন্দ্র মোদীর সরকারকে এদিন একহাত নেন বুচান বন্দোপাধ্যায়ও। তিনি বলেন, করোনা ভাইরাসের থেকেও বড় ভাইরাস হল কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। এদিন হাজার হাজার তৃণমূল কর্মীসমর্থকদের অংশগ্রহন ছিল নজরকাড়া।