সবার জন্য বাড়ি প্রকল্পে ঠিকমতো বরাদ্দ টাকা অনুমোদন করছে না কাউন্সিলর, অভিযোগ তুলে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: “পৌরসভা এলাকার সবার জন্য বাড়ি প্রকল্পে ঠিকমতো বরাদ্দ টাকা অনুমোদন করছে না কাউন্সিলর” অভিযোগ এনে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি শহরের পৌরসভা এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার বিদায়ী কাউন্সিলর।

সিউড়ির পুরসভা এলাকায় ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা মজুমদার এর অফিসে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। সবার জন্য বাড়ি এই প্রকল্পের কিছু উপভোক্তা বিক্ষোভ দেখান। তাদের দাবি বরাদ্দ টাকার কিছু পরিমাণ পাওয়া গিয়েছে। ফলে বাড়ি নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি। বর্ষাতে সেই সমস্ত পরিবার দারুন অসুবিধায় পরেছেন। বাধ্য হয়ে সে সমস্ত উপভোক্তারা কাউন্সিলরের অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। বিদায়ী বোর্ডের কাউন্সিলারের স্বামী তথা সিউড়ি শহরের প্রাক্তন সভাপতি তৃণমূল কংগ্রেসের অভিজিৎ মজুমদারকে ঘিরে এই বিক্ষোভ দেখান তারা।