দেশ
লাদাখে আর সেনা বাড়াবে না ভারত-চিন, সিদ্ধান্ত দুদেশের সেনাবাহিনীর সিনিয়র কম্যান্ডারদের বৈঠকে
টিডিএন বাংলা ডেস্ক: লাদাখে আর সেনা বাড়াবে না ভারত-চিন। এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে দুদেশের সেনাবাহিনীর সিনিয়র কম্যান্ডারদের বৈঠকে।
সংবাদমাধ্যম জানিয়েছে, নয়াদিল্লি ও বেজিঙের তরফে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আপাতত লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্ররেখায় আর অতিরিক্ত বাহিনী পাঠাবে না ভারত এবং চিন। সীমান্তে ভুল বোঝাবুঝি কমাতে নিজেদের মধ্যে যোগাযোগও বাড়াবে দু’পক্ষ। পাশাপাশি সমস্যা সমাধানে দু-দেশের প্রতিনিধিরা নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করেছেন। সমস্যার গভীরে গিয়ে আলোচনা হয়েছে।