নির্বাচন পরবর্তী রাজনৈতিক হিংসা বন্ধ করার দাবি জানিয়ে মালদা শহরে ধর্ণা বিজেপির

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: নির্বাচন পরবর্তী রাজনৈতিক হিংসা বন্ধ করার দাবি জানিয়ে মালদা শহরে ধর্ণা করলো বিজেপি।বুধবার দুপুরে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে ধর্ণায় বসে জেলা বিজেপি। মূলত রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী রাজনৈতিক হিংসা, গণতন্ত্র হত্যা বন্ধের দাবিতে এবং অহেতুক বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ তুলে ও তার প্রতিবাদে জেলা বিজেপি ধর্নায় বসে। এদিনের ধর্ণা অবস্থানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, জেলা সভাপতি গোবিন্দ মন্ডল সহ অন্যান্য নেতা নেত্রীরা।