রাজ্য

বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার মহানগরী

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার মহানগরী। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির রাজ্য দপ্তর থেকে একটি মিছিল মহাত্মা গান্ধী রোড ধরে নবান্নের দিকে এগোলে হাওড়া ব্রিজের মুখে মিছিল আটকায় পুলিশ। মিছিল কে বেআইনি ঘোষণা করা হয়। ব্যারিকেড ভেঙে তবুও এগোনোর চেষ্টা করলে জলকামান ছুঁড়ে তা ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এরপরও আন্দোলনকারীরা বেপরোয়াভাবে নবান্নের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পাল্টা বোতল ছোড়ে আন্দোলনকারীরা। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিজেপির এদিনের এই কর্মসূচির জেরে শহর অচল হয়ে পড়ে। শহর জুড়ে যানজট সৃষ্টি হয়। বিপাকে পড়েন সাধারণ মানুষ।

Related Articles

Back to top button
error: