দেশ

আপনারা আদালতের সাথে এমন ব্যবহার করতে পারেন না; তাবলীগী জামাত ইস্যুতে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করলেন প্রধান বিচারপতি

টিডিএন বাংলা ডেস্ক: তাবলীগী জামাত ইস্যু প্রসঙ্গে এদিন শীর্ষ আদালত জানায়, ইদানিং কথা বলা এবং নিজের মত প্রকাশের অধিকারের সবথেকে বেশি অপব্যবহার করা হচ্ছে। প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি এএস বোপান্না, এবং বিচারপতি এরাম সুব্রামানিয়ানের বেঞ্চ জামিয়াত উলেমা এ হিন্দ এবং অন্যান্যদের আবেদনের শুনানির সময় এই মন্তব্য করে।এই আবেদনে অভিযোগ করা হয়েছিল যে কোভিড -১৯ এর সময় তাবলিগী জামায়াতের কর্মসূচিতে গণমাধ্যমের একটি অংশ সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছিল। এসম্পর্কে আদালতে কেন্দ্রের তরফ থেকে পেশ করা হলফনামাকে কপটতা পূর্ণ বলে নিন্দা করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।

এদিন জামাতের পক্ষ থেকে বড়িষ্ঠ আইনজীবী দুষ্যন্ত দাভে বলেন, কেন্দ্র নিজের হলফনামায় বলেছে যে আবেদনকারীরা বলার এবং অভিমত প্রকাশ করার অধিকারের অপব্যবহার করেছে। দুষ্যন্ত দাভের এই মন্তব্যের ভিত্তিতে আদালত এই যে এদিন কেন্দ্রের বিরুদ্ধে ওই মন্তব্য করে। আদালত জানায়,”ওনারা নিজেদের হলফনামায় যা ইচ্ছে তাই লিখতে পারেন যেমন আপনি আপনার যা ইচ্ছে যুক্তি দেওয়ার জন্য স্বতন্ত্র।”

এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের পরিবর্তে অতিরিক্ত সচিব একটি হলফনামা দায়ের করেছিলেন যাতে তাবলিগ জামাত মামলায় মিডিয়া রিপোর্টিং-এর সম্পর্কে “অপ্রয়োজনীয়” এবং “অযৌক্তিক” শব্দ দুটি লেখা ছিল। এ প্রসঙ্গে কেন্দ্রকে ভর্ৎসনা করে আদালত জানায়,”আপনারা এই আদালতের সঙ্গে এ ধরনের ব্যবহার করতে পারবেন না যেমনটা আপনারা এই মামলায় করছেন।”এরপর শীর্ষ আদালতের পক্ষ থেকে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব কে এ ধরনের মামলায় মিডিয়ার রিপোর্টিং আটকানোর জন্য এর আগে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে তার বিস্তৃত বিবরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

Related Articles

Back to top button
error: