রাজ্যে গণতন্ত্র ফেরানো এবং বেকারদের কর্মসংস্থানের দাবিতে বিজেপির নবান্ন অভিযান; লাঠিচার্জ, টিয়ার গ্যাস বর্ষণ পুলিশের
টিডিএন বাংলা ডেস্ক: বিজেপির ডাকে বৃহস্পতিবার নবান্ন অভিযানে অংশগ্রহণ করেন বিজেপির কয়েক হাজার কর্মী সমর্থকরা। রাজ্যে গণতন্ত্র ফেরানো এবং বেকারদের কর্মসংস্থানের দাবিতে নবান্ন অভিযান এর কথা আগেই এই পুলিশ এবং নবান্নকে চিঠি লিখে জানিয়েছিল কর্মসূচির উদ্যোক্তা রাজ্য বিজেপির যুব মোর্চা। ওই চিঠি পাওয়ার পরেই প্রশাসনের তরফ থেকে পাল্টা অভিযানকারীদের জানানো হয় যে, রাজ্য শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ সমর্থন করে। তবে কেন্দ্রের সুরক্ষা বিধি অনুযায়ী এত লোককে একসাথে সমাবেশ করতে দেওয়া যাবে না। পাশাপাশি স্যানিটাইজেশন এর জন্য,আজ, কাল ও শুক্রবার নবান্ন বন্ধ থাকবে তাও জানানো হয়েছিল।
প্রশাসনের এই যুক্তি অগ্রাহ্য করে এদিন, কলকাতার তরফ থেকে দুটি মিছিল বেরোয়। যার একটিতে নেতৃত্ব দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং অপরটিতে নেতৃত্ব দেবেন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। হাওড়া ময়দান থেকে মিছিল করেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খান এবং সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। সাঁতরাগাছি থেকে আর একটি মিছিল আনার কথা রাজ্য দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর।
এদিকে করোনা পরিস্থিতিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় একশোর বেশি লোক নিয়ে মিছিল করা যাবে না তা আগেই জানিয়েছিল প্রশাসন। এছাড়া নবান্নর আশেপাশে ১৪৪ ধারা জারী করা থাকে। তাই বিজেপির এই বিপুল সমাবেশকে আটকাতে নবান্ন বেশ খানিকটা আগেই বাঁশের ব্যারিকেড দিয়ে অভিযোগকারীদের পথ অবরুদ্ধ করে দেওয়া হয়। মোতায়েন করা হয় প্রচুর মাত্রায় পুলিশ। নামানো হয় র্যাফ। প্রতিবাদী মিছিল রুখতে প্রথমে লাঠিচার্জ করে পুলিশ। চালানো হয় জলকামান।পরে বাধ্য হয়ে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ।