টিডিএন বাংলা ডেস্ক: ঈশ্বরের আশীর্বাদেই আমার করোনা হয়েছে। এমনই মন্তব্য করে ফের একবার ট্রলড হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ঈশ্বরের কৃপায় আমি করোনা আক্রান্ত হয়েছি। এটা ছদ্মবেশে ঈশ্বরের আশীর্বাদ। আমি যে চিকিৎসায় তাড়াতাড়ি সেরে উঠলাম, তাই আমজনতাকে বিনামূল্যে দেব। রিজেনারেশন ফার্মাসিউটিক্যালে ওষুধে সেরে গেছি আমি। বুঝেছি এই ওষুধ কতটা কার্যকরী। তার কথায়, “আমি তো হাসপাতালেই যেতে চায়নি। কিন্তু চিকিৎসকরা বললেন, আপনি প্রেসিডেন্ট। আপনার হাসপাতালে চিকিৎসা নেওয়া উচিত। আপনার দোষে আপনি করোনা আক্রান্ত হচ্ছেন না। বরং চিনের দোষ এটা। এর জন্য বড় মূল্য তাদের চোকাতে হবে।”