HighlightNewsদেশ

উদ্ধব গোষ্ঠীর ১৬ বিধায়ককে অযোগ্যতার নোটিশ, তালিকায় নেই আদিত্য ঠাকরের নাম

টিডিএন বাংলা ডেস্ক: সোমবার মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এর পরে, শিন্ডে গোষ্ঠীর তরফে নতুন স্পিকার রাহুল নার্ভেকারের কাছে একটি পিটিশন জমা দেওয়া হয়েছে। ওই পিটিশনে উদ্ধব ঠাকরে গোষ্ঠীর ১৬ জন বিধায়কের সদস্যপদ বাতিল করার দাবি জানানো হয়েছে। তবে, এই ১৬ জন বিধায়কের মধ্যে উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের নাম নেই।

শিন্ডে গোষ্ঠীর বিধায়ক এবং চিফ হুইপ ভরত গোগাভালে এপ্রসঙ্গে বলেছেন, আদিত্য ঠাকরে ছাড়া হুইপ অমান্যকারী সমস্ত বিধায়ককে আমরা অযোগ্যতার নোটিশ দিয়েছি। বালাসাহেব ঠাকরের প্রতি আমাদের শ্রদ্ধার কারণে আমরা আদিত্য ঠাকরেকে নোটিশ দিইনি।

অনিডিকে, ঠাকরে গোষ্ঠীও শিন্ডে গোষ্ঠীর ১৬ জন বিধায়কের সদস্যপদ বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে একটি আইনি পিটিশন দায়ের করেছে। গত মাসে, ডেপুটি স্পিকার নরহরি জারওয়াল শিন্ডে গোষ্ঠীর বিধায়কদের নোটিশ পাঠিয়েছিলেন। এরইমধ্যে একনাথ শিন্ডের দল ভারত গোগাভালেকে প্রধান হুইপ বানায়। এর পরে, গোগাভালে শিবসেনার চিফ হুইপ হিসাবে সুনীল প্রভুকে নিয়োগের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান। ১১ জুলাই এই আবেদনগুলির শুনানি করবে সুপ্রিম কোর্ট।

Related Articles

Back to top button
error: